২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি নীলনকশার অংশ: ব্যারিস্টার মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২১ মে) বিকেলে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ এই অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে প্রতিহত কিংবা ঠেকানোর পরিকল্পনার অপকৌশল হিসেবেই সরকার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

‘বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয়, আওয়ামী লীগ যাতে আরও একবার একদলীয় নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে তারই নীলনকশার অংশ গুলশানে তল্লাশি’ বলে অভিযোগ করেন মওদুদ আহমদ।

তবে এসব করেও গণতান্ত্রিক আন্দোলন থেকে বিএনপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘গভার্মেন্ট হ্যাজ বিকাম ডেসপারেট। তারা (সরকার) বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি হোক, এটা চায় না। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি করেছে একটি মাত্র কারণে যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসে, বিএনপি যেন নির্বাচনে না আসে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এসব করে লাভ হবে না।’

সরকারকে হুঁশিয়ারি দিয়ে মওদুদ আহমদ বলেন, ‘আমরা বলতে চাই, আগামীতে আর একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না। যতই আপনারা কৌশল গ্রহণ করুন, যতই আপনারা আমাদের কার্যালয়ে পুলিশি হামলা চালান, ততই আমাদের জনপ্রিয়তা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের যদি কিছু জনপ্রিয়তা খাকে এই হামলার (গুলশান কার্যালয়) ঘটনায় সেটা কমবে। ভোট আপনারা কম পাবেন কালকের এই ঘটনার জন্য।’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। এখন দলীয় শাসন আছে কিন্তু আইনের শাসন নাই। আজকে আইনের প্রয়োগ দুই রকমের হয়। আপনি যদি বিরোধী দলে থাকেন একই আইন একভাবে প্রয়োগ করা হয়। আর যদি আপনি সরকারি দলে থাকেন, সেই আইন প্রয়োগ অন্যভাবে হবে, যাতে আপনার কোনও অসুবিধা না হয়।’

তিনি বলেন, ‘সম্পূর্ণভাবে সমাজকে বিভক্ত করে দেয়া হয়েছে। দেশের ৭০/৮০ শতাংশ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত। আর ২০ শতাংশ মানুষ আইনের সুবিধা নিয়ে লুটতরাজ করে, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, হতে চলেছেন।’

আইনের এই দুই রকমের প্রয়োগের জন্য দেশের ব্যাংকসমূহের অর্থ লুণ্ঠন করে ব্যাংকগুলোকে ‘শূণ্য’ করে দেয়া হয়েছে বলে অভিযোগও করেন তিনি।

মওদুদ আহমদ আরও বলেন, ‘যে সরকারের জবাবদিহিতা নেই, সেই সরকার কোনও দিনই বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে না, দেশের মানুষের প্রতিনিধিত্ব করার অধিকার তাদের থাকে না।’

গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়ে মওদুদ বলেন, ‘আমাদের দলের নেত্রী কার্যালয়ে পুলিশি হামলা বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রতিফলন বলে আমরা মনে করি।’

সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, জাসাস সহসভাপতি বাবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২১, ২০১৭ ৮:৩২ অপরাহ্ণ