১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

স্যামসাংয়ের নতুন কনভার্টেবল ল্যাপটপ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাভ ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনের তথ্যপ্রযুক্তির বড় আসর কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো ২০১৮। এই আসরে চমক নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি ফিঙ্গারপ্রিন্ট এই স্টাইলাস পেন সম্বলিত একটি নোটবুক আনছে। মডেল স্যামসাং নোটবুক সেভেন স্পিন।

নতুন এই নোটবুকটিতে ৩৬০ ডিগ্রি টাচস্ক্রিন ফিচার রয়েছে। এতে দ্রুতগতির প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্টাইলাস পেন সমর্থন করে। বিল্টইন প্রডাক্টিভিটি ফিচার সমৃদ্ধ ল্যাপটপটিতে নির্দিষ্ট কয়েকটি দেশে ২০১৮ সালের প্রথম প্রান্তিকে পাওয়া যাবে। স্যামসাংয়ের নতুন এই কনভার্টেবল ল্যাপটপটিতে রয়েছে ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। রোটেটিং ডিসপ্লের ল্যাপটপটিতে স্যামসাংয়ের স্টাইলাস ল্যাপটপ ব্যবহারের সুযোগ আছে। তবে এই অ্যাকটিভ পেন আলাদাভাবে কিনতে হবে।

নিরাপত্তার জন্য ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে উইন্ডোজ হ্যালো সমর্থন করে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে কোয়াডকোর অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‌্যাম আছে। স্টোরেজের জন্য আছে ২৫৬ জিবি হার্ডডিস্ক।

কানেকটিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি, ইউএসবি ৩.০ এবং এইচডিএমআই। ব্যাকলিট কি-বোর্ড সমৃদ্ধ ল্যাপটপটিতে প্রিসিসন টাচপ্যাড সংযোজন করা হয়েছে। ল্যাপটপটির দাম এখনো নির্ধারণ করেনি স্যামসাং।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ২:২১ অপরাহ্ণ