বিনোদন ডেস্ক:
বয়স বেড়েছে- তাতে কী? দর্শকদের কাছে তো আর আবেদন কমেনি। আর একে পুঁজি করেই ফায়দা লুটছেন ঐশ্বরিয়া রাই। প্রতি ছবিতেই হাঁকিয়ে চলছেন ঢের পারিশ্রমিক- পাচ্ছেনও তাই। এবার যা পাচ্ছেন তাতে ঈর্ষা জাগতে পারে হালের বলিউড ললনাদের। কিংবদন্তি অভিনেত্রী নার্গিস অভিনীত ১৯৬৭ সালের বহুল আলোচিত ছবি রাত অর দিন। শিগগির এর রিমেক বানাতে যাচ্ছেন প্রযোজক প্রেরণা অরোরা। এতে দ্বৈত চরিত্রে ঐশ্বরিয়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।
কিন্তু বিধিবাম! অ্যাশ যে পারিশ্রমিক চেয়েছেন, তাতে ভ্রুকুচকে যেতে পারে ক্যাটরিনা, শ্রদ্ধা ও পরিণীতাদের। ১০ কোটি রূপি দাবি করেছেন সাবেক বিশ্বসুন্দরী। আকাশচুম্বী বেতন চাওয়ার পরিপ্রেক্ষিতে ঐশ্বরিয়ার ভাষ্য- ‘সিনেমাটিতে আমাকে ডাবল চরিত্রে অভিনয় করতে হবে। এতে অতিরিক্ত প্রস্তুতি নিতে হবে। এর পেছনে বেশি সময় ব্যয় করতে হবে। তুলনা করলে দেখা যায়, একই মেধা ও পরিশ্রম দিয়ে ওই সময়ে দুটি সিনেমা করা যাবে।’
তবে মূল চমকটা দিয়েছেন প্রযোজক অরোরা নিজেই। মিস ওয়ার্ল্ড আকাশছোঁয়া পারিশ্রমিক চাইলেও পিছু হটেননি। এতেই নাকি রাজি হয়ে গেছেন তিনি। রাত অর দিনে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৬৮ সালে জাতীয় পুরস্কার বগলদাবা করেন নার্গিস। অথচ প্রথমদিকে তাতে তার অভিনয় করারই কথা ছিল না। পরে যা হয়েছে তা তো ইতিহাস। এখন ঐশ্বরিয়া তাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা বা ফ্লপ করবেন তাই দেখার।
দৈনকদেশজনতা/ আই সি