১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

বাহরাইন যাচ্ছেন সানি

বিনোদন ডেস্ক:

নতুন বছরে নতুন দেশভ্রমণ। না, স্রেফ ছুটি কাটাতে নয়। বরং, সেই দেশ থেকেই তাকে ডেকে পাঠানো হয়েছে। বলিউডের ‘বেবি ডল’-কে দেখতে অপেক্ষা করছেন তার হাজার হাজার ভক্ত। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সানি লিওন। শনিবার সোশ্যাল মিডিয়ায় সানি নিজেই শেয়ার করেছেন তার বিদেশভ্রমণের কথা। কোথায় যাচ্ছেন জানেন অভিনেত্রী? মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে স্টেজ পারফর্ম করার ডাক পেয়েছেন সানি। এপ্রিলে সেখানেই জমজমাট আসর বসবে সানির নাচের অনুষ্ঠানের। টুইটারে সানি ওই অনুষ্ঠানের কার্ড পোস্ট করে লিখেছেন, ‘আমার কাছে একটা দারুণ খবর আছে… জীবনে প্রথম বার আমি বাহরাইন যাচ্ছি। অরা আর্ট সেন্টারের বার্ষিকী উপলক্ষে ২৭ এপ্রিল পারফর্ম করব সেখানে…।’

ভূমধ্যসাগরে ৩০টি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলের একটি ভারতীয় স্কুলের খেলার মাঠে হবে এই শো। সে কারণেই হয়তো এতটা উচ্ছ্বসিত সানি। কয়েকদিন আগেই সানির স্টেজ শো করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নববর্ষের আগের রাতে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা ছিল নায়িকার। কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা আপত্তি তুলেছিল সানির অতীত, তার পোশাক নিয়ে। গণআত্মহত্যার হুমকির জেরে শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বাতিল হয়েছিল। এরপর বছর ঘুরতেই বিদেশ থেকে পারফরমেন্সের ডাক পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি অভিনেত্রী।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ