২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৩

ঘরের কথা পরকে বলার সময় সতর্ক থাকুন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: (২১ মে,২০১৭)
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ঘরের কথা পরকে বলার সময় সতর্ক থাকা প্রয়োজন। গণমাধ্যম স্পর্শকাতর বিষয়। তাই এদের সাথে কৌশলী আচরণ করতে হবে’ ।

আওয়ামী লীগের ভেতরে কোনো সমস্যা থাকলে গণমাধ্যমকে না জানিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি।
রবিবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সাংগঠনিক জেলার দপ্তর ও উপ-দপ্তর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ওবায়দুল কাদের দলের ভেতরের কথা নিয়ে গণমাধ্যমে না যাওয়ারও পরামর্শ দেন নেতাকর্মীদের।
উল্লেখ্য, আগের দিন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের ভেতরের বিশৃঙ্খলা আর সংসদ সদস্যদেরকে নিয়ে সভাপতির কাছে নানা অভিযোগ করেন তৃণমূলের নেতারা। এক নেতা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক নানা বক্তব্যেরও সমালোচনা করেন। রুদ্ধদ্বার বৈঠকের এসব কথা হুবহু ছাপা হয় বিভিন্ন গণমাধ্যমে।

ওবায়দুল কাদের বলেন, ‘গণমাধ্যমের কাছে যেতে হয়, তারাও আমাদের কাছে আসেন। তবে,গণমাধ্যমের সবাই আওয়ামী লীগ করে না। তাই আমরা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলব, তখন অত্যন্ত সতর্কভাবে বলব।। গণমাধ্যমের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এটা দলের স্বার্থে। আর গণমাধ্যমের কর্মীরা আমাদের কাছে আসে, দলের স্বার্থ রক্ষা করে তাদের তথ্য দিতে হবে, প্রেস রিলিজ দিতে খুবই সতর্কভাবে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমার সাথে দেখা করতে চাইলে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সুযোগ আছে দেখা করতে পারবেন। সকালেও আসি প্রায় সেসময়ও কেউ জরুরি মনে করলে দেখা করতে পারবেন’।

দলের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার কথাও বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনো অভিযোগ থাকলে আগে স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদককে অবহিত করবেন। এটা নিয়ে সরাসরি দলের কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদককে অবহিত করার দরকার নাই। তাদের কাছে যদি সুরাহা না হয়, তাহলে সাধারণ সম্পাদকের কাছে আসবেন। অথবা দায়িত্বপ্রাপ্ত নেতারাই আমাকে বলবেন। আমি বিষয়গুলো নিয়ে দলের সভাপতির সাথে কথা বলব। আলোচনা করেই সমস্যাগুলো নিরসন করব।

দৈনিক দেশজনতা/এন আর/এমকেএম/

প্রকাশ :মে ২১, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ