১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

ত্রিদেশীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলয়াম পোর্টারফিল্ড।
গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের দলে চারটি পরিবর্তন এনে আজ মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সেরা একাদশে ফিরেছেন স্ট কুগেলেইন।
এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লীগ(আইপিএল) শেষ করে দলে যোগ দিয়েছেন এডাম মিলনে, ম্যাট হেনরি এবং কোরি এন্ডারসন।
বাদ পড়েছেন জর্জ ওরকার, জিমি নিশাম, হামিশ বেনেট ও সেথ রেন্স।
আয়ারল্যান্ডও দুটি পরিবর্তন এনে সেরা একাদশ সাজিয়েছে। গত ম্যাচে ভার করতে না পারা টিম মুরতাগ ও কেভিন ও’ব্রায়ান বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ক্রেইগ ইয়ং ও সিমি সিং।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভার ১ বলে ২০৫ রানে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৬:১৬ অপরাহ্ণ