১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

অপরাজনীতিকে বিদায় করতে হবে: বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ থেকে অপরাজনীতিকে বিদায় করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবারে তার টুইটারে এক টুইট বার্তায় এ ঘোষনা দেন তিনি।

বার্তায় তিনি বলেন ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’

এর আগে গতকাল শনিবার সকালে প্রায় দুইঘণ্টাব্যাপী রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদ্রোহী আলাতম আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ ঘটনায় রবিবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় বিএনপি ও এর কিছু সহযোগী সংগঠন।

এ নিয়ে বিএনপির পক্ষ থেকে রবিবার এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেগম জিয়ার সভাপতিত্বে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২১, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ