২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৯

এরদোগানের মতো নেতৃত্ব দিয়ে ঢাকাকে তিলোত্তমা নগরী বানাবো:সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় ও একজন সফল মেয়র হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরকে যেভাবে গড়ে তুলেছিলেন এরদোগান, সেভাবেই ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে ঢাকাকেও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান ঢাকা উত্তরে জামায়াতের মনোনিত মেয়রপ্রার্থী মো. সেলিম উদ্দিন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি নগরবাসীর সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, জাতীয় উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। কারণ, জনপ্রতিনিধিদের ওপরই জনগণের সার্বিক উন্নয়নের দায়িত্ব অর্পিত হয়। আর জনগণই পবিত্র আমানত হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধির ওপর এই মহান ও পবিত্র দায়িত্ব অর্পণ করেন। তাই কোন জনপ্রতিনিধির পক্ষে এই আমানতের খেয়ানত কাঙ্খিত নয়। বস্তুত এসব জনপ্রতিনিধিদের সফলতা ও ব্যর্থতার ওপরই নির্ভর করে দেশ ও জাতির সাফল্য-ব্যর্থতা। তাই জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থীর সততা, যোগ্যতা, মেধা, কর্তব্যনিষ্ঠা, প্রত্যুৎপন্নমতিত্ব, দূরদর্শিতা ও সেবার মানসিকতার মত বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনা করা খুবই জরুরি। কারণ, নির্বাচনের মাধ্যমে যোগ্যতর ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা না গেলে তার কাছ থেকে যোগ্যতর সেবাও আশা করা যায় না। তাই জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচকদের সুচিন্তিত রায় প্রদান করা খুবই জরুরি।

সেলিম উদ্দিন বলেন, বর্তমান বিশ্ব নগরায়ণ কেন্দ্রীক হয়ে উঠেছে। তাই নগর সম্প্রসারণ, উন্নয়ন, সর্বাধুনিক অবকাঠামো, আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, সময়োপযোগি ও আধুনিক পরিবহণ সুবিধা, বিশ্বমানের শিক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থা আধুনিক নগর ব্যবস্থার প্রধান অনুসঙ্গ হয়ে দাড়িয়েছে। মূলত যে কোন রাষ্ট্রে নগর ব্যবস্থার উন্নয়নই হলো জাতীয় উন্নয়ন তথা রাষ্ট্রীয় উন্নয়ন। আর এই উন্নয়নের মহাসড়কে নকীব ও অগ্রসৈনিকের দায়িত্ব পালন করেন নগরের কেন্দ্রীয় নির্বাচিত জনপ্রতিনিধিগণ। তাই জাতীয় উন্নয়নের ক্ষেত্রে মেয়রগণই উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছেন। এক্ষেত্রে তুরস্কের ইস্তাম্বুল নগরীর এক সময়ের অতি জনপ্রিয় ও সফল মেয়র রিসেপ তাইয়্যেব এরদোগানের কথা স্মরণ করা যেতে পারে। তার যোগ্যতা, প্রজ্ঞা, কর্তব্যনিষ্ঠা, সততা ও ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণেই শুধু ইস্তামম্বুল শহরই নয় বরং পুরো তুরস্কেই ইতিবাচক প্রভাব ফেলেছে। যা তুর্কি জাতিকে উন্নয়ন ও অগ্রগতির স্বর্ণশিখরে আরোহণ করাতে সহায়ক হয়েছে। নগর উন্নয়নে ও জাতিগঠনে এরদোগানের অবদান পুরো বিশ্বেই এখন রোল মডেল।

তিনি বলেন, মূলত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নগর ব্যবস্থায় জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান সোপান। আমাদের দেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা মহানগরীর উন্নয়ন ও অগ্রগতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় উন্নয়নের জন্য খুবই সহায়ক। মূলত রূপসী নগরী ঢাকা আমাদের দেশের রাজধানী। তাই অপরাপর জাতি-রাষ্ট্রের মত আমাদের রাজধানীর উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধার বিষয়টি জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও খুবই সংবেদনশীল। কিন্তু আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসনের অনুপস্থিতি, শিক্ষা সংকট, স্বাস্থ্য সেবার নিম্নমান ও আবাসন সমস্যা খুবই প্রকট। তাই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং রাষ্ট্রীয় অবকাঠামোকে সুবিন্যস্ত করার প্রথম ধাপ হিসেবেই নগর ব্যবস্থা গণমুখী ও বৈশ্বিক মানের নাগরিক সুবিধা সম্প্রসারণের কোন বিকল্প নেই।

 

নগরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ইনশাআল্লাহ নগরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে এই বিষয়ে সকল স্তরের নগরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করে সম্পূর্ণ অনানুষ্টানিকভাবেই দলের পক্ষ থেকে মেয়রপ্রার্থী ঘোষনা করে চমক দেখায় বিএনপি জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল জামায়াতে ইসলামী। দলটি তাদের ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মু. সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনীত করে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৬:৫৭ অপরাহ্ণ