২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০২

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে কক্সবাজারে এসেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট ও চাহিদাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ছাড়াও প্রশাসনসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটির আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

বৈঠকে জেলা প্রশাসক ভিডিওচিত্রের মাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি ও সংকটের সার্বিক বিষয়াদি প্রতিনিধিদলের সদস্যদের কাছে তুলে ধরেন।

ওআইসির মানবাধিকারবিষয়ক সংস্থা আইপিএইচআরসির চেয়ারপারসন ড. রশিদ আল বালুশি ও ওআইসির বাংলাদেশের প্রতিনিধি প্রাক্তন রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল আজ ও আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। আগামীকাল সাংবাদিকদের কাছে প্রতিনিধিদলটি আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওআইসির প্রতিনিধিদলের এই সফরের আয়োজন করা হয়েছে। ওআইসির স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধিদল গঠন করা হয়েছে। প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। পরে তারা ওআইসি মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এ ছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।

ওআইসি প্রতিনিধিরা রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যের উত্তেজনার মূল কারণ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৭:১০ অপরাহ্ণ