১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

ডিএনসিসি নির্বাচন ২৬ ফেব্রুয়ারি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন। একইসঙ্গে দুই সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ড গুলোতেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৯ জানুয়ারি সে লক্ষ্যে তফসিল ঘোষাণা করা হবে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বেলা ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৬:৪৮ অপরাহ্ণ