১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

বিয়ে করলেন সোনিয়া

বিনোদন ডেস্ক:

এক যুগেরও বেশি সময় ধরে প্রেম করে আসছিলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন। এবার হলো চূড়ান্ত পরিণয়। পাত্র ময়মনসিংহের। নাম শামীম আহমেদ স্টিভ। দুই পরিবারের সম্মতিতে আয়োজনেই গত ৩ জানুয়ারি হলো সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার সোনিয়া হোসেইন’র বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ হবে বলে জানা গেছে। পরে একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সোনিয়ার মিডিয়ায় আগমণ করেন ২০০৩ সালে। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে আসেন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে অভিনয় দিয়ে অভিনয় জীভন শুরু হয় তার। এছাড়াও চিত্রনায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এ ব্যাপারে সোনিয়া বলেন, ‘সবার কাছে শুধু এটুকু দোয়া চাই যেন আমরা সারাটা জীবন একসঙ্গে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। ভালো থাকতে পারি। স্টিভ আমার জীবনের আশীর্বাদ হয়ে এসেছে। এই আশীর্বাদকে সঙ্গে নিয়েই বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই।’

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ