১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৭

৩৬তম বিসিএসে স্থগিত ২০ প্রার্থীকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক:

৩৬তম বিসিএসে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থীর স্থগিত করা ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন পদে তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। ২০ প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারে ১৩ জনকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রশাসনে ৮ জন, তথ্য সহকারী পরিচালক হিসেবে একজন এবং পুলিশ বিভাগে ৩জন। প্রফেশনাল ক্যাডারে ৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ২ জন ও শিক্ষায় ৫জন রয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

প্রার্থীর ফলাফল, সুপারিশ তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ওই প্রার্থীদের ফল স্থগিত করা হয়েছিল। গত বছরের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৫ হাজার ৬৩১ জন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ