১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫০

মুসলিম তরুণের সঙ্গে দেখা করায় হামলার শিকার দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম তরুণের সঙ্গে দেখা করায় ভারতে দুইজন মেয়ে শিক্ষার্থী হামলার শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরের একটি থিম পার্কে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে, যারা একটি ডানপন্থী গ্রুপের সাথে সম্পৃক্ত। ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনেকে একে ‘মরাল পুলিশিং’ বলেও বর্ণনা করছেন।

ভারতের গণমাধ্যম বলছে, ওই ছাত্রছাত্রীরা একই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ বলছে, পার্কের ভেতরে প্রথমে কয়েকজন ব্যক্তি ওই শিক্ষার্থীদের টার্গেট করে। পরে তারা ডানপন্থী ওই গ্রুপের লোকজনকে ডেকে আনে। তারা এসেই ওই মেয়েদের ধরে মারধর শুরু করে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের তারা দফায় দফায় মারছে, ধমকাচ্ছে, আর বার বার তাদের বাবা-মাকে আসার জন্য ফোন করতে বলছে। এমনকি যখন তাদের পুলিশ পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছে, তখনো তাদের চিৎকার করে গালাগালি করছিল ওই ব্যক্তিরা।

পুলিশ বলছে, এ ঘটনায় আরো কয়েকজনকে গ্রেফতারের জন্য তারা খুঁজছে। ম্যাঙ্গালোরে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। যার মধ্যে রয়েছে বারে এবং বাড়ির পার্টিতে মেয়েদের ওপর হামলা আর হিন্দু সহকর্মীদের দ্বারা মুসলিম যুবককে মারধর করার মতো ঘটনা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ