১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

১৪ জানুয়ারি প্রণব মুখার্জি বাংলাদেশে আসবেন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চারদিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশে আসবেন। ঢাকা ও চট্টগ্রামে সাহিত্য সম্মেলনে অংশ নেবেন তিনি।

এছাড়া এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে প্রণব মুখার্জির। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি।

এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা জানান, প্রণব মুখার্জির সফরসূচি নিয়ে কাজ চলছে। ভারতের প্রেসিডেন্ট হিসেবে গত বছরের জুলাইয়ে মেয়াদ পূর্ণ করেন প্রণব মুখার্জি। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৩:১০ অপরাহ্ণ