নিজস্ব প্রতিবেদক:
এমপিওভুক্তির দাবীতে আমরণ অনশনরত নন-এমপিও শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বামপন্থী কয়েকটি সংগঠনের নেতারা। পঞ্চম দিনের মতো চলা কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনশনরত ১০১ জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘অনশন করায় ইতোমধ্যে ১০১ জন অসুস্থ হয়ে পড়েছেন। যারা গুরুতর অসুস্থ হয়েছে, তাদেরকে হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে এখানে স্যালাইন দেওয়া হচ্ছে।’ অনশনস্থলে ৫ হাজারের অধিক শিক্ষক রয়েছে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমি নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম। একটু সুস্থ হয়ে আবার ফিরে এসেছি।’ তিনি আরো বলেন, ‘শিক্ষামন্ত্রী ঘুরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কেউ যোগাযোগ করেনি। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এদিকে নজর দিবেন।’
এদিকে শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে অনশনস্থলে যান বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষকদের এভাবে অনশন মোটেই কাম্য নয়। আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের দাবীর সাথে একমত পোষণ করছি।’ ‘আগামী ৭ তারিখে জাতীয় সংসদের অধিবেশনে আপনাদের দাবীর বিষয়টি পয়েন্ট অব অর্ডারে উত্থাপন করবো,’ প্রতিশ্রুতি দেন এই বামপন্থী নেতা। পরে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ জন শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা অনশনস্থলে গিয়ে সংহতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর থেকে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে গত ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন করছেন এই শিক্ষকরা।
দৈনিকদেশজনতা/ আই সি