১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা নামক স্থানে ট্রাক চাপায় নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে ও ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, সকাল ১০টার দিকে বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার সামনে একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌনে ১১টার দিকে সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ৩:০০ অপরাহ্ণ