১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশের গুলি

সিলেট প্রতিনিধি:

ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা গেছে। সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।সংঘর্ষ চলাকালে অনার্স পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে

জানা যায়, টিলাগড়ে আজাদ গ্রুপের নেতাকর্মীদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে না দিতেই এমসি কলেজ ছাত্রলীগ সশস্ত্র মহড়া দেয়। এতে সকাল ১১টা ১৫ মিনিটে এসে যোগ দেয় সরকারি কলেজ ছাত্রলীগ। সূত্র আরো জানায়, সকাল ৯টা থেকে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী পালনের কথা ছিলো এমসি কলেজে। উপলক্ষ্যে সকাল থেকেই কলেজে নিজেদের অবস্থান ধরে রাখতে সশস্ত্র মহড়া দিতে থাকে। দুপুরের দিকে আজাদ গ্রুপের নেতাকর্মীরা কলেজে ঢুকতে চাইলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৪, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ