২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৮

নরসিংদীর ‘জঙ্গি আস্তানায়’ কিছুই পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে  কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি র‌্যাব।রোববার দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান অভিযান শেষে একথা জানিয়েছেন।

মুফতি মাহমুদ খান বলেন, “ওই বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করে বাহ্যিকভাবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি আমাদের বোমা নিষ্ক্রিয়করী দল। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করব।”

এদিকে আত্মসমর্পণকৃত তরুণদের পরিবারের দাবি তারা জঙ্গি নয়- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের লোকজন অনেকসময় জানতে পারেন না এরা জঙ্গি মতাদর্শে সম্পৃক্ত।

এর আগে রোববার বেলা পৌনে ১১টার মধ্যে ওই বাড়িটিতে অবস্থানরত পাঁচ তরুণ আত্মসমর্পণ করেন।

ওই বাড়ি তল্লাশির পর রোববার দুপুরে র‌্যাব সদস্যদের তালা দিয়ে সেখান থেকে চলে যান।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৪:৪৭ অপরাহ্ণ