নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে হামলা ও ভাংচুরের মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
২১ মে রোববার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করীম।
অন্য আসামিরা হলেন- যুবলীগ কর্মী রূপক, জাহাঙ্গীর, জাফর ইকবাল, রনি, প্রিন্স ইসলাম, মাহবুব ইসলাম, সাবিরুল, মেহেদী হাসান, সামসুল ও মাসুম।
সকালে আদালতে আসামিদের পক্ষে জামিন আবেদন করেন তাদের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু।
তিনি জানান, শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ১৮ মে বৃহস্পতিবার সকালে পাবনায় আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার সমর্থক আরিফকে একই কাজে যাওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাসের কর্মীরা মারধর করে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় রাজিব গ্রুপের কর্মীরা সংঘবদ্ধ হয়ে দুপুরে শহরের শহীদ আমিনপাড়ায় অবস্থিত যুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এই হামলায় যুবায়েরের মা আহত হন।
এ ঘটনায় যুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস ঈশ্বরদী থানায় ভূমিমন্ত্রীর ছেলেসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তমালসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক দেশজনতা/এমএম