নিজস্ব প্রতিবেদক:
৭ দফা দাবি আদায়ে নাটোরে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে কর্মবিরতি।
রোববার (২১ মে) সকাল থেকে নাটোরসহ উত্তরবঙ্গের ১৬ জেলায় পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা আদায়ে কর্মবিরতি পালন করছে। ফলে বন্ধ রয়েছে সকল ধরনের পণ্য পরিবহন। জেলার অভ্যন্তরে ও আন্তরুটে কোন ধরনের পণ্যবাহী পরিবহন চলাচল না করায় বিপাকে পড়েছেন পচনশীল পণ্য ব্যবসায়ীরা। আম তরকারি ও লিচু ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।
এদিকে মহাসড়কে পুলিশের চাদাবাজি, অবৈধ যানচলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি জানিয়ে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেছেন দাবি না মানলে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে।
দৈনিক দেশজনতা/এমএম