২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৩

বিশ্বের প্রথম ৮কে টিভি আনলো এলজি

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

বিশ্বের প্রথম ৮কে রেজুলেশন সমৃদ্ধ টিভি আনলো এলজি। এটি ৮৮ ইঞ্চির ওএলইডি টিভি। প্রযু্ক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, এলজির নতুন ৮ কে ডিসপ্লের টিভির রেজুলেশন ৭৬৮০x৪৩২০ পিক্সেল। যা ফুল এইচডির চেয়ে ১৬ গুণ বেশি রেজুলেশন সমৃদ্ধ। এর আগে এলজি ৭৭ ইঞ্চির ওএলইডি মনিটর এনেছিল। এবার ৮৮ ইঞ্চির মনিটর বাজারে এনে তাদের আগের রেকর্ড ভেঙেছে।

এনগ্যাজেটকে এলজি জানিয়েছে, ২০১৮ সালে অনুষ্ঠিত কনুজ্যুমার ইলেকট্রোনিক্স শোতে এই টিভি প্রদর্শন করা হবে। কনজ্যুমার ইলেকট্রোনিক্স শোয়ের আসর বসবে লাস ভেগাসে। ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই শোতে খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ উদ্ভাবিত পণ্য প্রদর্শন করবে। এলজির নতুন এই মনিটরের দাম এখনো জানা যায়নি। তবে এর দাম স্যামসাংয়ের ৮৮ ইঞ্চির কিউএলইডি ৪কে রেজুলেশনের মনিটরের চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের ৪ কে রেজুলেশনের ওই টিভির দাম ২০ হাজার ডলার। এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী এলজি চাইছে স্যামসাংকে মনিটরের বাজারে টেক্কা দিতে।

এদিকে ইনভেস্টর ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নমনীয় ডিসপ্লে তৈরির জন্য এলজির শরনাপন্ন হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ