নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে ‘মূল্যবোধের অবক্ষয়ের’ কারণে এক বছরের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম হতে অব্যাহতি দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার ওই বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মেহতাব খানম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে এই শিক্ষিকাকে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষের তালা ভেঙে উদ্ধার করা হয়। এ ঘটনায় আকিব উল হকের স্ত্রী তাহমিনা সুলতানা দুই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকালাপের অভিযোগ এনে শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরারব লিখিত অভিযোগ করেন।
তার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মনোবিজ্ঞান বিভাগ এখনও কোনও ব্যবস্থা নেয়নি।
উল্লেখ্য, এর আগেও একই কক্ষ থেকে ওই দুই শিক্ষককে একই অবস্থায় আটক করেছিলেন আকিবের স্ত্রী।
দৈনিক দেশজনতা /এন আর