১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৫

কিশোরগঞ্জে ট্রাক উল্টে মাছ ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় ট্রাক উল্টে সুধীর চন্দ্র বর্মন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার মৃত শিব চন্দ্র বর্মনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, কিশোরগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ট্রাক চালকের পাশে বসা মাছ ব্যবসায়ী সুধীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৫:২১ অপরাহ্ণ