১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার (ভারপ্রাপ্ত) পরিদর্শক (ওসি) ওমর ফারুকসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার হাকিম অাদালতে। রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে মতিঝিল থানা আওয়ামী জনতালীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক এ মামলা দায়ের করেন।

 অাদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর তিন আসামি হলেন— মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন, রকিব ও মোস্তাফিজ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, চলতি মাসের ১০ তারিখে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২১, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ