১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেছে ‍(দুর্নীতি দমন কমিশন)-দুদক। রবিবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক শামসুল আলম। মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য।

তিনি বলেন, ‘অর্থবরাদ্দে অনিয়মের অভিযোগে মামলাটি হয়েছে। যেখাতে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সে খাতে অর্থ ব্যয় হয়নি, হয়েছে অন্য খাতে। এটি দুর্নীতির মধ্যে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

রবিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধ আইনে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে থাকাকালীন ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন স্মারকে ৯ কোটি টাকা গাজীপুর সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দের শর্ত ছিল ‘বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ব্যতীত অন্য কোন খাতে এ অর্থ কোন অবস্থাতেই ব্যয় করা যাবে না। স্যানিটেশন সুবিধা শতভাগ নিশ্চিত করণের লক্ষ্যে বরাদ্দকৃত অর্থের ২০ ভাগ অর্থ স্যানিটেশন কাজে ব্যয় করতে হবে এবং অগ্রগতির প্রতিবেদন যথা সময়ে অত্র বিভাগের প্রেরণ করতে হবে’। সিটি মেয়র মান্নান বরাদ্ধকৃত ৯ কোটি টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে সিটি কর্পোরেশনের নিজস্ব হিসাব নম্বরে জমা রাখেন। পরবর্তীতে দরপত্র বিজ্ঞপ্তি নং ১/২০১২-১৩ মূলে বিজ্ঞপ্তিত এবং বিভিন্ন বাস্তবায়িত প্রকল্প সমূহের মধ্যে বিল ও অনুদান বাবদ ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা ব্যয় করেন। ওই ব্যয়সমূহ করা হয়েছে ২০১৪ সালের ২৩ জুলাই থেকে ২০১৫ সালের ২০ জানুয়ারি মেয়াদে।
মামলায় উল্লেখ করা হয় বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লংঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ব্যতীত অন্য খাতে ব্যয় এবং অনুদান বাবদ ব্যয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোন অনুমোদন গ্রহণ করা হয়নি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৩:৩০ অপরাহ্ণ