১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

পল্লবীর বিহারী ক্যাম্পে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:

পল্লবীর বিহারী ক্যাম্প উচ্ছেদকালে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে বিহারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উচ্ছেদকারী একটি টিম পল্লবীর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটের পাশে একটি বিহারী ক্যাম্পে উচ্ছেদ করতে যায়। এ সময় বিহারীরা বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জানান, সিটি করপোরেশনের নির্দেশেই সেখানে পুলিশ দেয়া হয়েছিল। বিহারীরা বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান  বলেন, আদালতের রায় আমাদের পক্ষে ছিল। আমাদেরকে কোনো প্রকার নোটিশ না দিয়েই ক্যাম্প উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে কোনো ম্যাজিস্ট্রেট নেই। আমাদের কোনো রকম কথা বলার সুযোগ নেই। এই অভিযান ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু ও ছাত্রলীগ-যুবলীগের মাস্তানদের দাপটে চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ