১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে জানা যায়, ছাত্রসমাবেশে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে মিছিল করছেন ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, ছাত্রদলের সমাবেশ পুলিশ বাতিল করে দিয়েছে। নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে প্রবেশ করতে দিচ্ছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ