১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

তেহরানে তিন দিনে গ্রেফতার ৪৫০ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এক কর্মকর্তা মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।

তেহরান নগরীর ডেপুটি গভর্নর আলি-আসগর নাসেরবখত বলেন, ‘শনিবার ২শ’ জন, রোববার ১৫০ জন ও সোমবার প্রায় ১শ’ জনকে গ্রেফতার করা হয়।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও চলমান অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে প্রথম বিক্ষোভ শুরু হয়। এরপর রাজধানী তেহরান, কেরমানশাহসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে তেহরানে বিক্ষোভের মাত্রা কিছুটা কম।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৫:২৮ অপরাহ্ণ