১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

হবিগঞ্জে গ্যাস পাইপ ফেটে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় গ্যাস পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অপটিক্যাল ফাইবারের লাইন স্থাপন করতে গিয়ে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গ্যাস বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

অপটিক্যাল ফাইবারের কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, ইনফো সরকার ফেইস-৩ প্রকল্পের আওতায় সরকার ইউনিয়ন পরিষদগুলোতে শক্তিশালি ইন্টারনেট সার্ভিস দেয়ার লক্ষ্যে অপটিক্যাল ফাইবার লাইন টানার উদ্যোগ নেয়। এর লক্ষ্যে হবিগঞ্জে ফাইভার অপটিকের লাইন টানা শুরু হয়। মঙ্গলবার পোদ্দারবাড়ি এলাকায় লাইন স্থাপনের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত হঠাৎই গ্যাস পাইপ কেটে যায়। ফলে সাথে সাথে পাইপে আগুন ধরে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৪:৫৩ অপরাহ্ণ