বিনোদন ডেস্ক:
ইংরেজী নতুন বছরের শুরুতেই বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান মা হয়েছেন। সোমবার মুম্বাইয়ের সূর্য হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, মা এবং সন্তান দু’জনেই ভালো আছেন। ২০১২ সালে হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। বিয়ের প্রায় ৫ বছর পর সুনিধি এবং হিতেশের সন্তান পৃথিবীর আলো দেখায় খুশির হওয়া বইছে দুই পরিবারে। হিতেশ সোনিকের আগে সুনিধি চৌহানের সঙ্গে বিয়ে হয় কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে। মাত্র ১৮ বছর বয়সে ববি খানের সঙ্গে মালাবদল হয় সুনিধির। কিন্তু, সেই বিয়ে বেশিদিন টেকেনি।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

