১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২২

ঠেলাগাড়ী প্রতিক চাইলো এন.সি.বি

নিজস্ব প্রতিবেদক:

আবেদনের শেষ দিন ৩১ ডিসেম্বর ,রবিবার নিবন্ধনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন দখিল করেন । আবেদন দাখিলকারীদের মধ্যে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) এর চেয়ারম্যান ছাবের আহাম্মদ (কাজী ছাব্বির )জানান ডান-বাম নয় ,মক্তিযুদ্ধের মূল লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে জাতিগত বৈষম্য দূরীকরন এবং সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরন ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্দেশ্যে , দেশ ও জনগনের বৃহত্তর কল্যাণে তিনি এই দল গঠন করেছেন । এন .সি.বি এর পক্ষ্য থেকে ঠেলাগাড়ী প্রতিক চাওয়া হয়েছে । দল নিবন্ধিত হইলে ঠেলাগাড়ী প্রতিক নিয়ে আগামী সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রতিদ্বন্ধিতা করার দৃঢ়-প্রত্যয় ব্যক্ত করেন । ৩১ টি জেলা ও মহানগর এবং ১৩৬ টি উপজেলা ও থানা কমিটিসহ নির্বাচন কমিশনের অন্যান্য শর্তাদী মেনে আবেদন দখিল করে নিবন্ধন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এন. সি . বি । এই সমায়ে এন.সি.বি এর সিনিঃ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃ ইউসুফ আলী চৌধুরী ,মহাসচিব ওমর ফারুক জালাল ,প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীনা , হাজী কাবির আহম্মদ ,মহিন উদ্দিন ,ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আদম আলী ,অ্যাডভোকেট মঈন উদ্দিন ফারুকী ,যুগ্ম মহাসচিব জিচ এস এম সেলিম রেজাসহ প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ