১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

রাম রহিম রহস্য সন্ধানে এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বহুল আলোচিত ও সমালোচিত ধর্মগুরু বাবা রাম রহিম সিংহ। নিজেরই আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৮ আগস্ট যাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ডেরা সচ্চা সওদার প্রধান সেই রাম রহিম তার পর থেকেই কারাগারের বাসিন্দা। বহু চেষ্টা করেও এই শাস্তি এড়াতে পারেনি রাম রহিম।

কিন্তু এখনও মাঝে মধ্যে খবরে উঠে আসছে ধর্ষক বাবার নাম। সম্প্রতি রাম রহিমের ডেরায় মহিলাদের হোস্টেল থেকে উদ্ধার করা কয়েকটি পোড়া হার্ডডিস্ক। সেই হার্ডডিস্কগুলিই পরীক্ষা করে দেখার দায়িত্ব নিয়েছে এফবিআই। এই হার্ডডিস্কের পিছনেও আরও কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত, রাম রহিমের ছায়াসঙ্গিনী পালিত কন্যা হানিপ্রীত সিংহও এখন জেলের ঘানি টানছে। ২০০২ সালে নিজের দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগ ওঠে বাবা রাম রহিম সিংহের বিরুদ্ধে। অজ্ঞাতনামা ওই ধর্ষিতারা গুরুর নামে অভিযোগ করে চিঠি পাঠান তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর কাছে।

সেই চিঠির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মামলা করে রাম রহিমের বিরুদ্ধে। পরে এই অভিযোগ তদন্ত করে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দেয় আদালত। দীর্ঘ ১৫ বছর পর গত ২৮ আগস্ট দুই নারীর করা পৃথক দুই মামলায় রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৩:৫২ অপরাহ্ণ