২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৩১

হাওরে বাঁধ নির্মাণের দুর্নীতির মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক:

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা এবং ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে করা মামলা কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার এক আবেদনের শুনানি নিয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল।

আইনজীবী খুরশিদ আলম খান জানান, ১২ ডিসেম্বর এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রুলের নিষ্পত্তি করতে হবে। ফলে এ মামলার কার্যক্রম চলতে এখন আর কোনো বাধা নেই।

সুনামগঞ্জের বোরো ফসলহানির পর গত ২ জুলাই দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে আসামি মো. বাচ্চু মিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে কেন এই মামলা বাতিল করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন। এর পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন।

এর পর গত ২২ ডিসেম্বর চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ