নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি করে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে তার মালিকানাধীন দোকান ‘জাকির ট্রেডার্স’থেকে ২৩ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার সঙ্গে দোকানের সহযোগী আরজু মিয়া ছিলেন। টাকার ব্যাগ নিয়ে বাজারের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বস্তা পট্টির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত তাদের অবরুদ্ধ করে। এসময় দুর্বৃত্তরা তার সহযোগী আরজু মিয়াকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। দুর্বৃত্তদের আকস্মিক হামলায় আতঙ্কিত হয়ে পড়লে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ব্যাগে ২৩ লাখ টাকা ছিল বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাকির হোসেন। এদিকে নতুন বছরের শুরুতেই ছিনতাইয়ের ঘটনায় টঙ্গী বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় কিন্তু সে হিসেবে ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন।
ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করলেও ভিন্ন কথা বলছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার। তিনি বলেন, ২৩ লাখ টাকা নয়, সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। তবে গুলি করার কোনো আলামত পাওয়া যায়নি। আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
দৈনিক দেশজনতা /এমএইচ