২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪১

যে প্রশ্ন শুনে থমকে গেল রোবট সোফিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়াকে দেখার জন্য শনিবার ভারতের আইআইটি বোম্বেতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রযুক্তিপ্রিয় বহু মানুষ। বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানে সোফিয়া শাড়ি পরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেয়।

অনুষ্ঠানে প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে শুরুতে ঝটপট উত্তর দিয়ে সবাইকে মুগ্ধ করে সোফিয়া। এসময় দর্শকেরা তার রসবোধেরও প্রশংসা করেন। কিন্তু এরপরেই বাধে বিপত্তি। উপস্থাপকের একটি প্রশ্ন শুনে জবাব দেয়া বন্ধ করে দেয় সোফিয়া। অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, খরচ করার মতো এতো এতো জায়গা থাকতে রোবটের পেছনে এতো টাকা ব্যয় করা নিয়ে সোফিয়া কী ভাবছে? এর জবাবে সোফিয়া কিছুই বলেনি।

এর পর আয়োজকেরা জানান, যান্ত্রিক কারণে অনুষ্ঠানটি কিছুক্ষণ বন্ধ রাখবেন তারা। কিছুক্ষণ পর তুমুল হর্ষধ্বনির মধ্যে আবার মঞ্চে ফিরে আসে সোফিয়া। সোফিয়াকে দেখার আশায় দর্শনার্থীদের দীর্ঘ লাইন থাকায় দুইবারে তাকে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। গত অক্টোবর মাসে সৌদি আরব সরকার সোফিয়াকে দেশটির নাগরিকত্ব প্রদান করে। ডিসেম্বর মাসের শুরুতে সোফিয়া বাংলাদেশ সফর করে গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ