নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের অন্যতম দুই ক্রিকেটপাগল জাতি ভারত ও পাকিস্তান। এই আবেগ ও রাজনৈতিক সম্পর্কের কারণে দলদুটির ক্রিকেট ম্যাচ অনেক উত্তেজনা ছড়িয়ে আসত ভক্ত-সমর্থকদের মাঝে। তবে রাজনৈতিক জটিলতায় এদের দ্বিপক্ষীয় সিরিজ হয়নি ২০১৩ সালের পর থেকেই। ক্রিকেট অনুরাগীদের জন্য দুঃসংবাদ, শিগগিরই এই দুই শত্রু প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনা নেই। রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, দুই দেশের সীমান্তে গোলাগুলির কারণে এমন আয়োজন করা সম্ভব নয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তি অনুযায়ী ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই দেশের মাঝে ছয়টি সিরিজ আয়োজিত হওয়ার কথা, যার একটিও হয়নি এখন পর্যন্ত। এমনকি পিসিবি ৭০ মিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণও দাবী করেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা চালিয়েছে। তাদের সাথে আলোচনায়ও বসেছে ভারতের বোর্ড কয়েকবার। কিন্তু প্রতিবারই বাদ সেধেছে ভারত সরকার।
এদিকে সুষমা স্বরাজ তার সরকারের অবস্থান জানিয়ে দিয়েছেন। এই পররাষ্ট্রমন্ত্রীর মতে, সীমান্তে ব্যাপকভাবে গোলাগুলির ঘটনা ঘটছে, যা ক্রিকেট সিরিজ আয়োজনের প্রয়োজনীয় আবহ তৈরি হতে দিচ্ছে না। এতে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘আমি বুঝতে পারছি না কেন খেলাধুলাকে এসব ব্যাপারের মধ্যে টানা হচ্ছে।’
প্রসঙ্গত, গেল এক বছরেরও বেশি সময় ধরে কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা বিরাজ করছে। গোলাগুলির ঘটনা এখন কিছুটা কমলেও মাঝে খুব বেড়ে গিয়েছিল। দুই পক্ষেরই লাশ পড়েছে অনেক। সীমান্তে কেউ কাউকে এতটুকু ছাড় দিচ্ছে না। তবে ভারতের দাবি, এই সীমান্ত উত্তেজনার জন্য পাকিস্তান দায়ী। শুধু তাই না, ওই পার্বত্য অঞ্চলে জঙ্গিবাদের জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত সরকার। আর সেই কারণেই পাকিস্তানের সাথে মাঠের বাইরের মতো মাঠের কোনো সম্পর্কেও জড়াতে নারাজ ভারত।
দৈনিক দেশজনতা /এমএইচ