১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৮

চুয়াডাঙ্গায় ছাত্রদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতির সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জে ছাত্রদলের জেলা আহ্বায়ক শরীফ-উর জামান সিজারসহ ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীমন্ত টাউন হলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী শহরের শ্রীমন্ত টাউন হল চত্বরে সমাবেত হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিলে পুলিশ অতর্কিত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান সিজারসহ বিভিন্ন ইউনিটের ৪০ নেতাকর্মী আহত হন। আহতদের হাত-পায়ে আঘাত লেগেছে। কারও কারও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে অনন্ত ৩০ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা বলেন, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক লাঠিচার্জ করেছে। পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের ২০০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির এই নেতার।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলে শান্তিপূর্ণ কর্মসূচিতে পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে হামলা চালিয়েছে। হামলার পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার মঞ্চও পুলিশ ভাঙচুর করে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ উর জামান সিজার বলেন, পুলিশ যেভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গোয়েন্দা মারফত খবর আসে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে শোভাযাত্রা বের করার নামে নাশকতার পরিকল্পনা করছিল। এজন্য তাদেরকে বের না হওয়ার জন্য বাধা দেয়া হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ৩:০৪ অপরাহ্ণ