২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

ওয়েঙ্গারের রেকর্ডের রাতে জয়হীন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক:

রবিরাতে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে কোচ হিসেবে ৮১১টি ম্যাচে দায়িত্ব পালন করলেন আর্সেনাল কোচ। এর ফলে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসনকে টপকে গেলেন আর্সেন ওয়েঙ্গার। তার রেকর্ডের রাতে জয় পায়নি দল আর্সেনাল। ব্রুমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানারসরা। ম্যাচের ২৮তম মিনিটে জাকার শট রুখে দেন ব্রুম গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে কাটলেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ৬০ থেকে ৬৩ মিনিটে তিনটি সুযোগ নষ্ট করে আর্সেনাল।

৮৩তম মিনিটে জালের দেখা পায় আর্সেনাল। ওয়েস্ট ব্রমের ফরোয়ার্ডের শট ম্যাকলিনের পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রুমকে সমতায় ফেরান রদ্রিগেজ। এই ড্রয়ে পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ব্রম। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। একে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ৫৯ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ৪৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড। চারে থাকা লিভারপুলের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে টটেনহ্যাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ