২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

দেশে ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমলো

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

দেশে ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমালো এর পরিবেশক এসিআই মোটরস। ইয়ামাহার তিনটি মডেলের মোটরসাইকেলের দাম কমানো হয়েছে। উইন্টার অফারের আওতায় হ্রাসকৃত মূল্যে এসব মোটরসাইকেল কেনা যাবে।

যেসব মোটরসাইকেলের দাম কমেছে ইয়ামাহা আর ১৫ ভার্সন টু, আর ১৫ এস এবং এসজেড-আরআর। এই তিনটি মডেলের মূল্যহ্রাস ২৬ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ইয়ামাহা আর১৫ ভার্সন টু। দেশের তরুণদের আকর্ষণীয় স্পোর্টস বাইক। এতে রয়েছে ১৫০ সিসির ওয়াটার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ১৬.৮ বিএইচপি এবং ১৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। বাইকটির আগের মূল্য ছিল ৪ লাখ ৮০ হাজার টাকা। এটি এখন কেনা যাবে ৩০ হাজার টাকা কমে ৪ লাখ ৫০ হাজার টাকায়।

আর ১৫ এর নতুন আরেকটি ভার্সন আর ১৫ এস। যা ভার্সন ১ এবং ২ এর সংমিশ্রণ। বাইকটিতে রয়েছে ১৬.৪ বিএচপি এবং ১৫ এম টর্ক উৎপাদনকারী শক্তিশালী ইঞ্জিন। এই বাইকটির আগের দাম ছিল ৪ লাখ ৪০ হাজার টাকা। ২৫ হাজার টাকা কমে এটি এখন মিলছে ৪ লাখ ১৫ হাজার টাকায়। ইয়ামাহার আরেকটি মডেলের দাম কমেছে। এটি হলো এসজেড-আরআর ভার্সন টু। এই বাইকটি দেশে খুব বেশি একটা জনপ্রিয়তা পায়নি। যদিও বাইকটিতে ব্লুকোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১১.৯ বিএইচপি এবং ১২.৮ এনএম টর্কের শক্তিশালী ইঞ্জিন।

এসজেড-আরআর ভার্সন টু এখন ৫ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার টাকায়।  ইয়ামাহার অন্যান্য মডেলের বাইকের দাম অপরিবর্তিত রয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফার চলবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১, ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ণ