১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ার মধ্যাঞ্চলের একটি রাস্তায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অন্ততা ১১ জন।
রোববার ভোরে এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর এএফপি’র।

রিফ্টভ্যালির ট্রাফিক পুলিশের প্রধান কর্মকর্তা জেরো আরোমে বলেন, ‘এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।’ তিনি আরো বলেন, ‘ধ্বংসস্তূপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে।’ বাসটি বুসিয়া থেকে আসছিল। নাকুরু-এলরোরেত মহাসড়কের একটি বর্ধিত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ মাসে ওই সড়কে এই নিয়ে দুর্ঘটনায় ১শ’ জন মারা গেল। আরোমে বলেন, এই দুর্ঘটনা উভয় গাড়ির চালকই মারা গেছে। নিহতদের মধ্যে তিনবছর বয়সী এক শিশুও রয়েছে। আহতদের নাকুরু হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ