১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

পল্লীকবি জসীম উদ্দীনের কবর অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ

বিনোদন ডেস্ক:

পল্লীকবি জসীম উদ্দীনের বিখ্যাত কবিতা ‘কবর’ অবলম্বনে একই নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন রাশিদ পলাশ। এতে প্রধান চরিত্র ‘দাদি’ হিসেবে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। ছবিতে তার পুত্রবধূ হিসেবে হাজির হচ্ছেন অভিনেত্রী চম্পা। দাদার চরিত্রে তারিক আনাম খান ও তার ছেলের ভূমিকায় আছেন শিমুল খান।

রোববার দুপুরে এই ছবিটির নির্মাতা রাশিদ পলাশ পরিবর্তন ডটকমকে জানান, নতুন বছরের প্রথম প্রহরে দর্শকদের জন্য উম্মুক্ত করা হবে এটি।

রাশিদ পলাশ বলেন, এটা শুধু কবিতা নয়, পল্লী কবির মাটির গল্প, মায়ার গল্প। এটা খুবই নিরীক্ষাধর্মী কাজ। এর দৈর্ঘ্য হবে ১৫ মিনিট। ১ জানুয়ারি, পল্লীকবি জসীম উদ্দীনের জন্মদিনে অনলাইনে আসছে ‘কবর’ ১২টা ১ মিনিটে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

উল্লেখ্য, ‘কবর’ অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্যটি প্রযোজনা করছে পূণ্য ফিল্মস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ