১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

একাধিক পদে বনানী বিদ্যানিকেতনে ক্যারিয়ার গড়ার সুযোগ

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে চারটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী শিক্ষক (ইংরেজি), সহকারী শিক্ষক (গণিত-বিজ্ঞান; ইংরেজি ভার্সন), সহকারী শিক্ষক (গণিত-বিজ্ঞান), সিনিয়র হিসাবরক্ষক।

যোগ্যতা

সহকারী শিক্ষক (ইংরেজি)

পদটিতে স্কুল শাখায় দুজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের ইংরেজিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

সহকারী শিক্ষক (গণিত-বিজ্ঞান; ইংরেজি ভার্সন)

পদটিতে স্কুল শাখায় একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে ইংরেজি ভার্সনে দ্বিতীয় শ্রেণির স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী শিক্ষক (গণিত-বিজ্ঞান)

পদটিতে স্কুল শাখায় একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সম্মান উত্তীর্ণ হতে হবে। তবে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তর উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন।

সিনিয়র হিসাবরক্ষক

পদটিতে স্কুল শাখায় একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক/সমমান উত্তীর্ণ হতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তর উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র ‘অধ্যক্ষ, বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, রোড নম্বর ২৩/এ, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠাতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগামী ৭ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : জাগোজবস ডটকম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ