২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই নতুন একটি ফোন বাজারে আনছে। মডেল জেডটিই ব্লেড ভি নাইন। সম্প্রতি এই ফোনটি জেডটিইর ওয়েবসাইটে তালিকাভূক্ত হয়েছে। ব্লেড ভি নাইন জেডটিইর প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। তিনটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ২ জিবি র‌্যাম, আরেকটি ব্যবহার করা হয়েছে তিনজিবি র‌্যাম। শক্তিশালী ভার্সনটিতে রয়েছে ৪ জিবি রম। এসব ফোনের রম যথাক্রমে ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য ফোনটিতে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সংযোজন করা হয়েছে। সেলফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত জেডটিইর নতুন এই ফোনটিতে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।  ভি নাইন ডুয়েল গ্লাস ডিজাইনে তৈরি। মেটাল ফ্রেমের এই ফোনটি আগামী বছরের শুরুতে বাজারে আসবে বলে আভাস পাওয়া গেছে

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ