১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

সিলেটে জমি নিয়ে সংঘর্ষে আহত ৭০

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন। শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপন নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত হন অন্তত ৭০ জন।

আহতদের মধ্যে ৫২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ