নিজস্ব প্রতিবেদক:
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল ২৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
নেছার উদ্দিন জানান, প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর। এতে থাকবে ২০০টি বহুনির্বাচনী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট এবং ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে ১২টায়।
পিএসসি সূত্র জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার হলে মোবাইল ফোন, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগসহ প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষার হলে হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেওয়াল ঘড়ির ব্যবস্থা থাকবে।
প্রসঙ্গত, ২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

