১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

রেমিটেন্স বাড়াতে উপজেলা শহরেও বন্ড বিক্রি করবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

এবার তিন ধরনের সঞ্চয় বন্ডের বিক্রি বাড়ানোর মধ্যদিয়ে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে দেশের সব জেলা-উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে,সব বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলো এতদিন উল্লিখিত তিন ধরনের সঞ্চয় বন্ড বিক্রি করতো না। ফলে বিভিন্ন দেশের অনিবাসী ওয়েজ আর্নাররা তাদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ওই তিন ধরনের বন্ড কিনতে না পারার কারণে এই খাতে বিনিয়োগ কমে যাচ্ছে।

এছাড়া, রেমিটেন্সের আন্তঃপ্রবাহও বিঘ্নিত হচ্ছে। এ কারণে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলোকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ