নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের একটি জেলাও রেললাইন নেটওয়ার্কের বাইরে থাকবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অপরাধ বিচিত্রা’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন বরিশাল জেলায় কোনো রেল সংযোগ ছিল না। তাই বরিশালকে রেলের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে চীনা কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। ঢাকা থেকে বরিশাল-পায়রাবন্দর পর্যন্ত রেললাইন চালু হবে।’ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় সকল সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে রেললাইনের আওতায় সব জেলাকে আনতে সরকার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে।’বর্তমান সরকার ক্ষমতায় এসেই রেলের দিকে সুনজর দিয়েছে। রেলের উন্নয়নে ৪৬টি প্রকল্প চলমান। প্রতিনিয়ত নতুন নতুন রেলপথ উদ্বোধন করা হচ্ছে।’
মুজিবুল হক বলেন, ‘যানজট নিরসনে রাজধানীতে সার্কুলার ট্রেন চালু করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়েছে। সার্কুলার ট্রেন চালু হলে যানজট কমাতে আমরা অবদান রাখতে পারব।’
দৈনিক দেশজনতা /এন আর