২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৫

কিশোর দর্শক পিটিয়ে শাস্তির মুখে সাব্বির!

স্পোর্টস ডেস্ক:

টানা দুই বিপিএলে শৃঙ্খলাভঙ্গ এবং আম্পায়ারকে গালি দেয়ার অপরাধে বড় অঙ্কের জরিমানা গুনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে নামের পাশে যোগ হয়েছে তিনিটি ডিমেরিট পয়েন্ট। এবার কিশোর দর্শককে ‘পিটিয়ে’ শাস্তির মুখোমুখি হচ্ছেন সাব্বির রহমান।

ঘটনা গত ২১ ডিসেম্বরের। জাতীয় লিগের (এনসিএল) শেষ রাউন্ডে সাব্বির রহমানের রাজশাহী খেলছিলো ঢাকা মহানগরের বিপক্ষে। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শূন্য রানে আউট হন সাব্বির। আউট হয়ে বের হয়ে আসার সময় দর্শকদের কটূক্তির শিকার হন। একে তো ব্যাটে রান আসেনি তারওপর দর্শকদের টিপ্পনী! বিষয়টি গায়ে লেগে যায় সাব্বিরের। ইনিংস শেষে বাজে মন্তব্য করা এক দর্শককে মাঠের বাইরে ডেকে আনেন। জানা গেছে, মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদের কাছ থেকে অনুমতি নিয়ে খেলা ফেলেই সাইটস্ক্রিনের পেছনে ১০-১২ বছর বয়সী ওই কিশোর দর্শককে মারধর করেন এই ব্যাটসম্যান। পরে এ বিষয়ে ম্যাচ অফিসিয়ালদের জানান সেই দর্শক।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি শওকাতুর রহমান ডেকে পাঠান সাব্বির রহমানকে। জানা গেছে, রেফারির সামনে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব্বির। তবে এ বিষয়ে কারও কোন বক্তব্য পাওয়া যায়নি। ম্যাচ চলাকালীন গত ২২ ডিসেম্বর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে প্রতিবেদন জমা দিয়েছেন ম্যাচ রেফারি শওকাতুর রহমান।

অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে সাব্বিরকে। কোনো খেলোয়াড় মাঠে কাউকে লাঞ্ছিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ঘরোয়া লিগে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম রয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ