১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

চট্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ৩ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সকালে সদরঘাট থানার বরিশাল কলোনির রেলওয়ে মালিপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)। তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের সহকারি পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফাতর তিন নারী মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করা হচ্ছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ