১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

ইউনুছ-পাভেলসহ বিএনপির ১৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতের আশপাশ ও হাইকোর্ট এলাকা থেকে দলটির অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী মৃধা, মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল শিকদার ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব রয়েছেন। ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের হাজিরাকে কেন্দ্র করে বকশিবাজারের অস্থায়ী আদালতের আশপাশ ও হাইকোর্ট এলাকা থেকে অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যাচাই বাছাই শেষ করে সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৪:২০ অপরাহ্ণ